কাজী নজরুল ইসলামের বিখ্যাত উক্তি ও হৃদয়গ্রাহী অমর বাণী সমূহ

কাজী নজরুল ইসলামের বিখ্যাত উক্তি ও হৃদয়গ্রাহী অমর বাণী সমূহ, কাজী নজরুল ইসলাম এর শিক্ষামূলক উক্তি, কাজী নজরুল ইসলাম এর উক্তি, কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা, প্রেমের বিদ্রোহী উক্তি, কাজী নজরুল ইসলাম এর প্রেমের কবিতা, কাজী নজরুল ইসলামের ছবি, কাজী নজরুল ইসলাম কবিতার লাইন, কাজী নজরুল ইসলাম এর বিদ্রোহী উক্তি, কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা, কাজী নজরুল ইসলাম এর বিখ্যাত উক্তি, কাজী নজরুল ইসলাম কবিতার নাম, কাজী নজরুল ইসলামের ছবি, কাজী নজরুল ইসলাম এর প্রেমের উক্তি, কাজী নজরুল ইসলাম পোস্ট, কাজী নজরুল ইসলাম এর প্রবন্ধ, কাজী নজরুল ইসলাম এর বিদ্রোহী উক্তি ।



কাজী নজরুল ইসলামের বিখ্যাত উক্তি ও হৃদয়গ্রাহী অমর বাণী সমূহ
কাজী নজরুল ইসলামের বিখ্যাত উক্তি ও হৃদয়গ্রাহী অমর বাণী সমূহ


কাজী নজরুল ইসলামের বিখ্যাত উক্তি ও হৃদয়গ্রাহী অমর বাণী সমূহ

কাজী নজরুল ইসলামের বিখ্যাত উক্তি ও হৃদয়গ্রাহী অমর বাণী সমূহ, কাজী নজরুল ইসলাম এর শিক্ষামূলক উক্তি, কাজী নজরুল ইসলাম এর উক্তি, কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা, প্রেমের বিদ্রোহী উক্তি, কাজী নজরুল ইসলাম এর প্রেমের কবিতা, কাজী নজরুল ইসলামের ছবি, কাজী নজরুল ইসলাম কবিতার লাইন, কাজী নজরুল ইসলাম এর বিদ্রোহী উক্তি, কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা, কাজী নজরুল ইসলাম এর বিখ্যাত উক্তি, কাজী নজরুল ইসলাম কবিতার নাম, কাজী নজরুল ইসলামের ছবি, কাজী নজরুল ইসলাম এর প্রেমের উক্তি, কাজী নজরুল ইসলাম পোস্ট, কাজী নজরুল ইসলাম এর প্রবন্ধ, কাজী নজরুল ইসলাম এর বিদ্রোহী উক্তি ।

আসবে তোমার শীতের রাতি, আসবে নাকো আর সে

তোমার সুখে পড়তো বাধা থাকলে যে জন পার্শ্বে
আসবে নাকো আর সে,
পড়বে মন মোর বাহুতে
মাথা থুয়ে যেদিন শুতে
মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায়
সেই স্মৃতি নিত বিছানায়
কাটা হয়ে ফুটবে-
বুঝবে সেদিন বুঝবে ।
~ কাজী নজরুল ইসলাম


যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে বুঝবে সেদিন বুঝবে!  ~ কাজী নজরুল ইসলাম


হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা ~ আজো তবে শুধু হেসে যাও, আজ বিদায়ের দিনে কেঁদোনা ~ কাজী নজরুল ইসলাম


মোর ফুলবনে ছিল যত ফুলভরি ডালি দিনূ ঢালি দেবতা মোর । হায় নিলে না সে ফুল ছি ছি বেভুল নিলে তুলি খোপা খুলি কুসুম ডোর ~ কাজী নজরুল ইসলাম



ভালোবাসা দিয়ে ভালোবাসা না পেলে তার জীবন দুঃখের ও জরতার । ~ কাজী নজরুল ইসলাম 


 তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন,সে জানে তোমারে ভোলা কি কঠিন । ~ কাজী নজরুল ইসলাম



ভালবাসার কোন অর্থ বা পরিমাণ নেই ~ কাজী নজরুল ইসলাম 



মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কতো কঠিন,
কতো ভয়ানক তা একমাত্র ভুক্তভুগিই অনুভব করতে পারে ~ কাজী নজরুল ইসলাম 



মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দীর-কাবা নাই । ~ কাজী নজরুল ইসলাম



স্বপন ভেঙে নিশুত্ রাতে জাগবে হঠাৎ চমকে,
কাহার যেন চেনা-ছোঁওয়ায় উঠবে ও-বুকে ছমকে,-
জাগবে হঠাৎ চমকে!
ভাববে বুঝি আমিই এসে
ব’সনু বুকের কোলটি ঘেঁষে,
ধরতে গিয়ে দেখবে যখন
শূন্য শয্যা! মিথ্যা স্বপন!
বেদনাতে চোখ বুঁজবে-
বুঝবে সেদিন বুঝবে!
~ কাজী নজরুল ইসলাম 



তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ?
চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিনী বলে না তো কিছু চাঁদ । ~ কাজী নজরুল ইসলাম



ভালোবাসা যে জীবনে অপমান করে সে জীবনে আর ভালোবাসা পায় না । ~ কাজী নজরুল ইসলাম



আমার যাবার সময় হল দাও বিদায় মোছ আঁখি দুয়ার খোল দাও বিদায়। ~ কাজী নজরুল ইসলাম 



এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের
শ্রাদ্ধ দিনে বন্ধু, তুমি যেন যেওনা ~ কাজী নজরুল ইসলাম 



আমি নিজেই নিজের ব্যথা করি সৃজন
শেষে সেই আমারে কাঁদায়, যারে করি আপনারি জন । ~ কাজী নজরুল ইসলাম



গগনে কৃষ্ণ মেঘ দোলে – কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে
থির সৌদামিনী রাধিকা দোলে নবীন ঘনশ্যাম সনে;
দোলে রাধা শ্যাম ঝুলন-দোলায় দোলে আজি শাওনে ~ কাজী নজরুল ইসলাম 



ছবি আমার বুকে বেধে
পাগল হয়ে কেঁদে কেঁদে
ফিরবে মরু কানন গিরি
সাগর আকাশ বাতাশ চিরি
সেদিন আমায় খুজবে
বুঝবে সেদিন বুঝবে ।
~ কাজী নজরুল ইসলাম



গাইতে গিয়ে কন্ঠ ছিড়ে আসবে যখন কান্না
বলবে সবাই- সেই যে পথিক তার শোনানো গান না?-
আসবে ভেঙ্গে কান্না,
পড়বে মন আমার সোহাগ
কন্ঠে তোমার কাদবে বেহাগ
পড়বে মনে আমার ফাকি
অশ্রুহারা কঠিন আখি
ঘন ঘন মুছবে,
বুঝবে সেদিন বুঝবে ।
~ কাজী নজরুল ইসলাম



মিথ্যা শুনিনি ভাই
এই হৃদয়ের চেয়ে বড় কোনও মন্দির-কাবা নাই ~ কাজী নজরুল ইসলাম 



আমার বুকের যে কাটা ঘা, তোমায় ব্যাথা হানত সেই আঘাতই যাচবে আবার হয়তো হয়ে শ্রান্ত আসব তখন পান্থ, হয়তো তখন আমার কোলে সোহাগ লোভে পড়বে ঢোলে আপনি সেদিন সেধে-কেদে চাপবে বুকে বাহুয় বেধে চরন চুমে পূজবে বুঝবে সেদিন বুঝবে । ~ কাজী নজরুল ইসলাম



আসবে ঝড়ি, নাচবে তুফান টুটবে সকল বন্ধন কাপবে কুটির সেদিন ত্রাসে, জাগবে বুকেক্রন্দন টুটবে যবে বন্ধন, পড়বে মনে নেই সে সাথে বাধতে বুকে দুঃখ রাতে- আপনি গালে যাচবে চুমা চাইবে আদর মাগবে ছোওয়া আপনি যেচে চুমবে বুঝবে সেদিন বুঝবে । ~ কাজী নজরুল ইসলাম



সে দেশে যবে বাদল ঝরে কাঁদে না কি প্রাণ একেলা ঘরে, বিরহ ব্যথা নাহি কি সেথা বাজে না বাঁশি নদীর তীরে । ~ কাজী নজরুল ইসলাম



তোমার সখার আসবে যেদিন এমনি কারা বন্ধ আমার মত কেদে কেদে হয়তো হবে অন্ধ সখার কারা বন্ধ, বন্ধু তোমার হানবে হেলা ভাঙ্গবে তোমার সুখের খেলা দীর্ঘ লো কাটবে না আর বইতে প্রাণ শ্রান্ত এ ভার সরন মনে যুঝবে বুঝবে সেদিন বুঝবে । ~ কাজী নজরুল ইসলাম




কামনা আর প্রেম দুটি হচ্ছে সম্পুর্ণ আলাদা। কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা মাত্র আর প্রেম হচ্ছে ধীর প্রশান্ত ও চিরন্তন । ~ কাজী নজরুল ইসলাম



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url