OrdinaryITPostAd

প্রতিদান – Protidan । জসীমউদ্দীন এর কবিতা প্রতিদান

প্রতিদান – Protidan । জসীমউদ্দীন এর কবিতা প্রতিদান প্রতিদান কবিতার ব্যাখ্যা প্রতিদান কবিতাটি কোন ছন্দে রচিত প্রতিদান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত প্রতিদান কবিতা পিডিএফ প্রতিদান কবিতা mcq pdf প্রতিদান কবিতায় কবি কি বিসর্জন দিয়েছেন প্রতিদান কবিতার mcq প্রতিদান কবিতার পাঠ পরিচিতি

প্রতিদান – Protidan । জসীমউদ্দীন এর কবিতা প্রতিদান
প্রতিদান – Protidan । জসীমউদ্দীন এর কবিতা প্রতিদান


প্রতিদান – Protidan । জসীমউদ্দীন এর কবিতা প্রতিদান

প্রতিদান – Protidan । জসীমউদ্দীন এর কবিতা প্রতিদান প্রতিদান কবিতার ব্যাখ্যা প্রতিদান কবিতাটি কোন ছন্দে রচিত প্রতিদান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত প্রতিদান কবিতা পিডিএফ প্রতিদান কবিতা mcq pdf প্রতিদান কবিতায় কবি কি বিসর্জন দিয়েছেন প্রতিদান কবিতার mcq প্রতিদান কবিতার পাঠ পরিচিতি




আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর,
আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।
যে মোরে করিল পথের বিবাগী, –
পথে পথে আমি ফিরি তার লাগি।
দীঘল রজনী তার তরে জাগি ঘুম যে হরেছে মোর ;
আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর।

আমার এ কুল ভাঙিয়াছে যেবা আমি তার কুল বাঁধি,
যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি;
সে মোরে দিয়েছে বিষে ভরা বাণ,
আমি দেই তারে বুকভরা গান;
কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর,
আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।


মোর বুকে যেবা কবর বেঁধেছে আমি তার বুক ভরি,
রঙিন ফুলের সোহাগ-জড়ান ফুল-মালঞ্চ ধরি ।
যে মুখে সে কহে নিঠুরিয়া বার্ণী,
আমি লয়ে সখি, তারি মুখখানি,
কত ঠাঁই হতে কত কি যে আনি, সাজাই নিরন্তর,
আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪