ফাগুন মাস – Fagun Mas । Bangla Kobita - হুমায়ুন আজাদ

 

ফাগুন মাস – Fagun Mas । Bangla Kobita - হুমায়ুন আজাদ
ফাগুন মাস – Fagun Mas । Bangla Kobita - হুমায়ুন আজাদ

ফাগুন মাস – Fagun Mas by Humayun Azad । Bangla Kobita

ফাগুন মাস – Fagun Mas by Humayun Azad । Bangla Kobita - হুমায়ুন আজাদ Kobita Abritti ফাগুন মাস কবিতার সৃজনশীল প্রশ্ন উত্তর ফাগুন মাস বহুনির্বাচনী প্রশ্ন ফাগুন কবিতা ফাগুন মাসে কেন দুঃখী গোলাপ ফোটে বুঝিয়ে লেখ



ফাগুন মাস

– হুমায়ুন আজাদ



ফাগুনটা খুব ভীষণ দস্যি মাস
পাথর ঠেলে মাথা উঁচোয় ঘাস।
হাড়ের মতো শক্ত ডাল ফেঁড়ে
সবুজ পাতা আবার ওঠে বেড়ে।
সকল দিকে বনের বিশাল গাল
ঝিলিক দিয়ে প্রত্যহ হয় লাল।
বাংলাদেশের মাঠে বনের তলে
ফাগুন মাসে সবুজ আগুন জ্বলে।

ফাগুনটা খুব ভীষণ দুঃখী মাস
হাওয়ায় হাওয়ায় ছড়ায় দীর্ঘশ্বাস
ফাগুন মাসে গোলাপ কাঁদে বনে
কান্নারা সব ডুকরে ওঠে মনে।
ফাগুন মাসে মায়ের চোখে জল
ঘাসের উপর কাঁপে যে টলমল।
ফাগুন মাসে বোনেরা ওঠে কেঁদে
হারানো ভাই দুই বাহুতে বেঁধে

ফাগুন মাসে ভাইয়েরা নামে পথে
ফাগুন মাসে দস্যু আসে রথে।
ফাগুন মাসে বুকের ক্রোধ ঢেলে
ফাগুন তার আগুন দেয় জ্বেলে
বাংলাদেশের শহর গ্রামে চরে
ফাগুন মাসে রক্ত ঝরে পড়ে।
ফাগুন মাসে দুঃখী গোলাপ ফোটে
বুকের ভেতর শহিদ মিনার ওঠে।

সেই যে কবে কয়েকজন খোকা
ফুল ফোটালো-রক্ত থোকা থোকা-
গাছের ডালে পথের বুকে ঘরে
ফাগুন মাস তাদেরই মনে পড়ে।
সেই যে কবে– তিরিশ বছর হলো–
ফাগুন মাসের দু-চোখ ছলোছলো |
বুকের ভেতর ফাগুন পোষে ভয়–
তার খোকাদের আবার কী যে হয়!






Tags: ফাগুন মাস – Fagun Mas by Humayun Azad । Bangla Kobita - হুমায়ুন আজাদ Kobita Abritti ফাগুন মাস কবিতার সৃজনশীল প্রশ্ন উত্তর ফাগুন মাস বহুনির্বাচনী প্রশ্ন ফাগুন কবিতা ফাগুন মাসে কেন দুঃখী গোলাপ ফোটে বুঝিয়ে লেখ


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url