দেশের জন্য – Desher Jonno । Kobita - সৈয়দ আলী আহসান

 

দেশের জন্য – Desher Jonno । Kobita - সৈয়দ আলী আহসান
দেশের জন্য – Desher Jonno । Kobita - সৈয়দ আলী আহসান


দেশের জন্য – Desher Jonno by Syed Ali Ahsan। Bangla Kobita

দেশের জন্য – Desher Jonno by Syed Ali Ahsan। Bangla Kobita - সৈয়দ আলী আহসান সৈয়দ আলী আহসানের কবিতা ছোটদের দেশের কবিতা শিশুদের দেশাত্মবোধক ছড়া বঙ্গভূমি নিয়ে কবিতা বাংলা বিপ্লবী কবিতা আবৃত্তি দেশ প্রেমের কবিতা দেশাত্মবোধক কবিতা আবৃত্তি আমার দেশ কবিতা




দেশের জন্য

- সৈয়দ আলী আহসান





কখনও আকাশ
যেখানে অনেক
হাশিখুশি ভরা তারা,
কখনও সাগর
যেখানে স্রোতের
তরঙ্গ দিশাহার।
কখনও পাহাড়
যেখানে পাথর
চিরদিন জেগে থাকে,
কখনও-বা মাঠ
যেখানে ফসল
সবুজের ঢেউ আঁকে।
কখনও-বা পাখি
শব্দ ছড়ায়
গাছের পাতায় ডালে-
যেসব শব্দ অনেক শুনেছে
কোনও এক দূর কালে।
সব কিছু নিয়ে
আমাদের দেশ
একটি সোনার ছবি
যে দেশের কথা
কবিতা ও গানে
লিখেছে অনেক কবি।
এ দেশকে আমি
রাত্রি ও দিন
চিরকাল ভালবাসি
সব মানুষের ইচ্ছার কাছে
খুব যেন কাছে আসি।
এ দেশকে নিয়ে
আমার গর্ব
প্রত্যহ চিরদিন,
দেশের জন্য
সবকিছু দিয়ে
বাঁচব রাত্রিদিন।








Tags: দেশের জন্য – Desher Jonno by Syed Ali Ahsan। Bangla Kobita - সৈয়দ আলী আহসান সৈয়দ আলী আহসানের কবিতা ছোটদের দেশের কবিতা শিশুদের দেশাত্মবোধক ছড়া বঙ্গভূমি নিয়ে কবিতা বাংলা বিপ্লবী কবিতা আবৃত্তি দেশ প্রেমের কবিতা দেশাত্মবোধক কবিতা আবৃত্তি আমার দেশ কবিতা

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url