সোনার তরী কবিতা । সোনার তরী কবিতার mcq । সোনার তরী কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর

‘সোনার তরী' একটি রূপক কবিতা । ‘সোনার তরী কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী' কাব্যগ্রন্থের নাম 'কবিতা' । এ কাব্যগ্রন্থের প্রথম কবিতাও এটি । "সোনার তরী" মাত্রাবৃত্ত ছন্দে রচিত । এর অধিকাংশ পঙ্ক্তি ৮+৫ মাত্রার পূর্ণপর্বে বিন্যস্ত । ‘সোনার তরী কাব্যগ্রন্থের প্রকাশকাল ১৮৯৪ খ্রিষ্টাব্দ (১৩০০ বঙ্গাব্দ ) ।সোনার তরী কবিতাটি এইচএসসি সিলেবাসের অর্থাৎ একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের এবং বিভিন্ন ভর্তি পরীক্ষা ও চাকুরি পরীক্ষার ক্ষেত্রে পড়তে হয় । সুতরাং আজকের এই পর্বে আমরা সোনার তরী কবিতার mcq এবং কিছু সোনার তরী কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর দেব শিক্ষার্থীদের অনুশীলনের জন্য ।

 

সোনার তরী কবিতা । সোনার তরী কবিতার mcq । সোনার তরী কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর



প্রশ্ন: সোনার তরী কবিতার লেখক কে?

ক) সুকুমার রায়

খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

গ) রবীন্দ্রনাথ ঠাকুর

ঘ) কাজী নজরুল ইসলাম

উত্তর: গ) রবীন্দ্রনাথ ঠাকুর

 

প্রশ্ন: “সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত?

ক) ছয় মাত্রার মাত্রাবৃত্ত

খ) আট মাত্রার মাত্রাবৃত্ত

গ) ছয় মাত্রার অক্ষরবৃত্ত

ঘ) আট মাত্রার অক্ষরবৃত্ত

 

উত্তর: গ) ছয় মাত্রার অক্ষরবৃত্ত

 

প্রশ্ন: “সোনার তরী কবিতার কোন রচনাকার মূল ধারাবাহিক রূপে ব্যবহার করা হয়?

ক) অলংকর

খ) সুষিল কুমার দত্ত

গ) মুখোপাধ্যায়

ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

 

উত্তর: ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

 

প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুর “সোনার তরী কোথায় রচনা করেন?

ক) শাহজাদপুর

খ) শিলাইদহ

গ) পতিসর

ঘ) জোড়াসাঁকো

ঙ) শান্তিনিকেতন

 

উত্তর: খ) শিলাইদহ

 

প্রশ্ন: “সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত?

ক) মাত্রাবৃত্ত

খ) অক্ষরবৃত্ত

গ) স্বরবৃত্ত

ঘ) মুক্তকছন্দ

 

উত্তর: ক) মাত্রাবৃত্ত

 

প্রশ্ন: কবিতার মধ্যে “সোনার তরী কোন ধরণের পাখি?

ক) মৌনা

খ) মিনা

গ) তিতা

ঘ) সারস

 

উত্তর: খ) মিনা

 

প্রশ্ন:‘সোনার তরী কবিতায় ‘ক্ষুরধারা শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক) ক্ষুরের মতো ধারালো স্রোত

খ) ধারালো ক্ষুর বিশেষ

গ)ক্ষুরের মতো দেখতে

ঘ) প্রবল স্রোত

 

উত্তর: ক) ক্ষুরের মতো ধারালো স্রোত

 

প্রশ্ন: কবিতার মুখ্য বার্তা কী?

ক) জীবনের অমূল্য দান

খ) প্রাকৃতিক সৌন্দর্যের বাণী

গ) মানবজীবনের সহযোগিতা

ঘ) দেশপ্রেম এবং মানবতা

 

উত্তর: ঘ) দেশপ্রেম এবং মানবতা

 

প্রশ্ন: 'সোনার তরী' কবিতায় বর্ণিত নদীটি কেমন ?

ক) খরস্রোতা

খ) গভীর

গ) ক্ষুদ্র

ঘ) বৃহৎ

 

উত্তর: ক) খরস্রোতা

 

প্রশ্ন: সোনার তরী কবিতার কোন স্ত্রী চরিত্র উল্লিখিত হয়?

ক) মা

খ) বোন

গ) বৌ

ঘ) কন্যা

 

উত্তর: গ) বৌ

 

প্রশ্ন: 'সোনার তরী' কবিতায় ‘গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে?

ক) এক অপ্রত্যাশিত মহাকালের মাঝি

খ) কৃষক ধারালো জলস্রোত বেয়ে এগিয়ে আসছে

গ) কবি নিজে তরী বেয়ে এগিয়ে আসছেন

ঘ) প্রকৃত প্রস্তাবে এই মাঝি মহাকালের প্রতীক

 

উত্তর: ঘ) প্রকৃত প্রস্তাবে এই মাঝি মহাকালের প্রতীক

 

প্রশ্ন: “সোনার তরী কবিতার শিরোনামের সোনার তরী কোন দেশের বাণী ছিল?”

ক) বাংলাদেশ

খ) ভারত

গ) শ্রীলঙ্কা

ঘ) পাকিস্তান

 

উত্তর: খ) ভারত

 

প্রশ্ন: 'সোনারতরী' কবিতায় কয়টি চরিত্র পাওয়া যায়?

ক) ২টি

খ) ৩টি

গ) ১টি

ঘ) ৪টি

 

উত্তর: ক) ২টি

 

প্রশ্ন: ধান কাটতে কাটতে কী এলো?

ক) বর্ষা

খ) শীত

গ) গ্রীষ্ম

ঘ) বসন্ত


উত্তর: ক) বর্ষা

 

প্রশ্ন: 'সোনার তরী' কবিতার কোন ভাষায় অভিধান প্রকাশিত হয়?

ক) ইংরেজি

খ) হিন্দি

গ) উর্দু

ঘ) সংস্কৃত

 

উত্তর: ক) ইংরেজি

 

প্রশ্ন: কী কাটতে কাটতে বর্ষা এলো?

ক) ধান

খ) ভুট্টা

গ) গম

ঘ) পাট


উত্তর: ধান

 

প্রশ্ন: 'সোনার তরী' কবিতার তরী বেয়ে আসা মাঝি কিসের প্রতীক?

ক) কালস্রোতের প্রতীক

খ) সৌন্দর্যের প্রতীক

গ) মহাকালের প্রতীক

ঘ) অভিযাত্রিক -এর প্রতীক

 

উত্তর: গ) মহাকালের প্রতীক

 

প্রশ্ন: 'আমি একেলা' দ্বারা কী প্রকাশ পাচ্ছে?

ক) কৃষকের আড্ডা

খ) কৃষকের নিঃসঙ্গতা

গ) কৃষকের ভালো লাগা

ঘ) কৃষকের ভয় হওয়া


উত্তর: খ) কৃষকের নিঃসঙ্গতা

 

প্রশ্ন: কবিতার “সোনার তরী কোন ধরণের কবিতা?

ক) প্রাকৃতিক সৌন্দর্যিক কবিতা

খ) প্রেম কবিতা

গ) প্রকৃতি উপস্থাপন কবিতা

ঘ) সামাজিক বিষয়ক কবিতা

 

উত্তর: ঘ) সামাজিক বিষয়ক কবিতা

 

প্রশ্ন: 'সোনার তরী' কবিতায় কোথায় মেঘ গর্জন করার কথা বলা হয়েছে?

ক) পশ্চিম আকাশে

খ) পূব আকাশে

গ) আকাশ জুড়ে

ঘ) কোনোটিই নয়


উত্তর: গ) আকাশ জুড়ে

 

প্রশ্ন: 'সোনার তরী' কবিতায় বাংলা কোন মাসের নাম উল্লেখ আছে?

ক) আষাঢ়

খ) শ্রাবণ

গ) ভাদ্র

ঘ) আশ্বিন

 

উত্তর: খ) শ্রাবণ

 

প্রশ্ন: ক্ষুরধারা কোথায়?

ক) পুকুরে

খ) সাগরে

গ) নদীতে

ঘ) কৃষকের মনে


উত্তর: গ) নদীতে

 

প্রশ্ন: কবিতার মধ্যে সোনার তরী কোন ধরণের প্রতীক?

ক) শান্তি ও সহোদরতা

খ) অহঙ্কার ও গর্ব

গ) বিশ্বাস ও অবগতি

ঘ) অপরাধ ও শাস্তি

 

উত্তর: ক) শান্তি ও সহোদরতা

 

প্রশ্ন: ফসল উৎপাদনকারী কৃষক বলতে কবিতার রচয়িতা কাকে বুঝিয়েছে?

ক) নিজেকে

খ) মাঝিকে

গ) জমিদারকে

ঘ) কবির বন্ধুকে


উত্তর: ক) নিজেকে

 

প্রশ্ন: ’সোনার তরী কবিতায় ‘মাঝি ‘কিসের প্রতীক?

ক) মহাকালের

খ) সবকালের

গ) রাত্রিকালের

ঘ) বিকালের

 

উত্তর: ক) মহাকালের

 

প্রশ্ন: নদী শব্দের প্রতিশব্দ কোনটি?

ক) নেত্র

খ) তটিনী

গ) সৈকত

ঘ) সলীল


উত্তর: খ) তটিনী

 

প্রশ্ন: “সোনার তরী কবিতা কোন গ্রন্থে প্রকাশিত হয়?

ক) গীতাঞ্জলি

খ) চৈতালি

গ) সন্ধ্যা

ঘ) মেঘনাদবধ কাব্য

 

উত্তর: ক) গীতাঞ্জলি

 

প্রশ্ন: দৃষ্টি শব্দটি ব্যকরণের কোন নিয়মে সম্পন্ন হয়েছে?

ক) সমাস

খ) উপসর্গ

গ) প্রকৃতি ও প্রত্যয়

ঘ) সন্ধি


উত্তর: গ) প্রকৃতি ও প্রত্যয়

 

প্রশ্ন: 'সোনার তরী' কবিতায় কয়টি স্তবক ?

ক) ৪টি

খ) ৫টি

গ) ৬টি

ঘ) ৭টি

ঙ) ৮টি

 

উত্তর: গ) ৬টি

 

প্রশ্ন: মানুষের এই জীবন কেমন?

ক) দীর্ঘস্থায়ী

খ) ক্ষণস্থায়ী

গ) অমর

ঘ) কোনোটিই নয়


উত্তর: খ) ক্ষণস্থায়ী

 

প্রশ্ন: সোনার তরী কবিতায় মাঝি কিসের বা কার প্রতিক?

ক) নৌকাচালক

খ) শ্রমজীবী মানুষ

গ) মৃত্যুদূত

ঘ) মহাকাল

 

উত্তর: ঘ) মহাকাল

 

প্রশ্ন: ভরসা শব্দের অর্থ কী?

ক) আশা

খ) বিশ্বাস

ঘ) নিরাশা

ঘ) বিশ্বাসঘাতকতা


উত্তর: ক) আশা

 

প্রশ্ন: 'সোনার তরী' কবিতায় কবি কোন নদীর তীরে পড়ে রইলেন?

ক) শূন্য নদী

খ) কৃষ্ণ নদী

গ) শিপ্রা নদী

ঘ) পাগলা নদী

 

উত্তর: ক) শূন্য নদী

 

প্রশ্ন: মাঝি তরী ভিড়ালো কেন?

ক) কৃষকের জন্য

খ) ফসলের জন্য

গ) স্রোতের জন্য

ঘ) বৃষ্টি থেকে বাঁচার জন্য


উত্তর: খ) ফসলের জন্য

 

প্রশ্ন: 'সোনার তরী'কোন গ্রন্থের কবিতা?

ক) গীতাঞ্জলী

খ) চিত্রা

গ) সোনার তরী

ঘ) কল্পনা

 

উত্তর: গ) সোনার তরী

 

প্রশ্ন:'ভারা ভারা' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক) সারি সারি

খ) ঝোকা ঝোকা

গ) রাশি রাশি

ঘ) স্তরে স্তরে


উত্তর: খ) রাশি রাশি

 

প্রশ্ন: সোনার তরী কবিতায় ‘বাঁকা জল বলতে প্রতীকী অর্থে কী বোঝানো হয়েছে?

ক) কবির ব্যক্তিসত্তা

খ) মহাকাল

গ) কালস্রোত

ঘ) কবির সৃষ্টিকর্ম

 

উত্তর:  গ) কালস্রোত

 

প্রশ্ন:  রবীন্দ্রনাথের ছদ্মনাম কী?

ক) ভানুসিংহ

খ) বনফুল

গ) যাযাবর

ঘ) জমিদার


উত্তর: ক) ভানুসিংহ

 

প্রশ্ন: ‘সোনারতরী কবিতায় ছন্দ-

ক) অক্ষরবৃত্ত

খ) স্বরবৃত্ত

গ) মাত্রাবৃত্ত

ঘ) পয়ার

 

উত্তর: গ) মাত্রাবৃত্ত

 

প্রশ্ন: 'ক্ষুরধারা' বলতে কী বুঝানো হয়েছে?

ক) তীব্র স্রোত

খ) ক্ষুররের মতো আকারের স্রোত

গ) রাগান্বিত হওয়া

ঘ) নাপিতের ক্ষুর


উত্তর: ক) তীব্র স্রোত

 

প্রশ্ন: সোনার তরী কবিতাভুক্ত 'ভরা পালে চলে যায় - এই চরণের পরের চরণ কোনটি?

ক) ঢেউ গুলি নিরুপায়

খ) গান গেয়ে তরী বায়

গ) যারে খুশি তারে দেয়

ঘ) কোন দিকে নাহি চায়

 

উত্তর: ঘ) কোন দিকে নাহি চায়

 

প্রশ্ন: 'থরে বিথরে' শব্দের অর্থ কী?

ক) ব্যবচ্ছেদ করে

খ) সুবিন্যস্ত করে

গ) অগোছালো করে

ঘ) দেখে শুনে রেখে


উত্তর: খ) সুবিন্যস্ত করে

 

প্রশ্ন: 'সোনার তরী কবিতায় কী নিরুপায়

ক) কৃষক

খ) ঢেউগুলি

গ) কবি নিজে

ঘ) তরুছায়া

 

উত্তর: খ) ঢেউগুলি

 

প্রশ্ন: কোন সময়ে ক্ষেতসমেত নদীর তীর নদীর গ্রাসে হারিয়ে যায়?

ক) বৈশাখ-জৈষ্ঠ্য

খ) আষাড়-শ্রাবণ

গ) ভাদ্র-আশ্বিন

ঘ) পৌষ-মাঘ


উত্তর: খ) আষাড়-শ্রাবণ

 

প্রশ্ন: সোনার তরী কবিতায় সোনার ধান বলতে কি বুঝানো হয়েছে?

ক) স্বর্ণ বর্ণের ধান

খ) দামি ধান

গ) জীবনের সৃষ্টিকর্ম

ঘ) জীবনের আনন্দ

 

উত্তর: গ) জীবনের সৃষ্টিকর্ম

 

প্রশ্ন: নির্বিকার মাঝির দৃষ্টি আকর্ষণের জন্য কৃষক কী করেছেন?

ক) তাকে নিয়ে যাওয়া

খ) পরিচিত হওয়া

গ) নদী পার করতে বলা

ঘ) ফসল তুলে নিতে বলা


উত্তর: ঘ) ফসল তুলে নিতে বলা

 

প্রশ্ন: রবীন্দ্রনাথের সোনার তরীতে মূলত ব্যক্ত হয়েছে

ক) মেঘের গর্জন

খ) বর্ষার চিত্র

গ) কবির আনন্দ

ঘ) কবির বেদনা

 

উত্তর: খ) বর্ষার চিত্র

 

প্রশ্ন: সোনার তরীতে কেন কৃষকের ঠাঁই হলো না?

ক) তরীটা ছিল অত্যন্ত ছোট

খ) মাঝিটি ছিল খুব নিষ্ঠুর

গ) কৃষকের সোনার ধারে তরীটি ভরে গিয়েছিল

ঘ) কৃষক উদাসীন ছিল


উত্তর:  গ) কৃষকের সোনার ধারে তরীটি ভরে গিয়েছিল

 

প্রশ্ন: 'সোনার তরী' কবিতায় 'সোনার ধান' কথাটি ব্যবহৃত হয়েছে-

ক) চারবার

খ) তিনবার

গ) দু-বার

ঘ) একবার

 

উত্তর: গ) দু-বার

 

প্রশ্ন: 'সোনার তরী' কবিতার সর্বশেষ স্তবকের 'শূন্য' শব্দটির প্রয়োগে কী স্পষ্ট হয়েছে?

ক) এটি মাত্রাবৃত্ত ছন্দ

খ) এটি অক্ষরবৃত্ত ছন্দ

গ) এটি নির্দিষ্ট ছন্দহীণ

ঘ) চতুর্দশপদী


উত্তর: ক) এটি মাত্রাবৃত্ত ছন্দ

 

প্রশ্ন: 'সোনার তরী' কবিতায় কোন ঋতুর কথা আছে ?

ক) গ্রীষ্ম

খ) বর্ষা

গ) শরৎ

ঘ) বসন্ত

 

উত্তর: খ) বর্ষা

 

প্রশ্ন: মানবজীবনের দুর্যোগপূর্ণ পরিস্থিতির প্রতি ইঙ্গিত দেয়া হয়েছে কোন শব্দটি ব্যবহারের মাধ্যমে?

ক) ক্ষুরধারা

খ) খরপরশা

গ) মেঘ

ঘ) কাল


উত্তর: ক) ক্ষুরধারা

 

প্রশ্ন: 'সোনার তরী কবিতার পংক্তিসংখ্যা কয়টি?

ক) ৪০

খ) ৪২

গ) ৪৬

ঘ) ৪৮

 

উত্তর: খ) ৪২

 

প্রশ্ন: কৃষকের নিঃসঙ্গতা অবস্থা প্রকাশ পাচ্ছে কোনটির মাধ্যমে?

ক) আমি

খ) আমি একেলা

গ) সোনার তরী

ঘ) থরে বিথরে


উত্তর: খ) আমি একেলা

 

প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতায় দ্বিরুক্ত শব্দ কতবার ব্যবহার করা হয়েছে?

ক) তিন

খ) পাঁচ

গ) সাত

ঘ) আট

 

উত্তর: ক) তিন

 

প্রশ্ন: কৃষক সোনার ফসল মহাকালের উদ্দেশ্যে পাঠাতে চায় কেন?

ক) কর্মের মধ্যে বেঁচে থাকার জন্য

খ) মহাকালের শূন্যতায় বিলীন হওয়ার জন্য

গ) চিন্তাগ্রস্থ হওয়ার জন্য

ঘ) ইহকালে শান্তিতে বসবাসের জন্য


উত্তর: ক) কর্মের মধ্যে বেঁচে থাকার জন্য

 

প্রশ্ন: ‘সোনার তরী কবিতায় ‘সোনার তরী শব্দটি আছে :

ক) একবার

খ) দুইবার

গ) তিনবার

ঘ) চারবার

 

উত্তর: ক) একবার

 

প্রশ্ন: 'তরুছায়ামসী-মাখা' বলতে কী বুঝানো হয়েছে?

ক) গাছ হতে প্রস্তুতকৃত

খ) নদীর ধারের গাছ

গ) গাছের ছায়া

ঘ) গাছের কালচে রঙ


উত্তর: ঘ) গাছের কালচে রঙ

 

প্রশ্ন: সোনার তরী কবিতার মর্মবস্তু-

ক) প্রকৃতি প্রেম

খ) সুকৃতি- নির্ভরতা

গ) আত্ম- নির্ভরতা

ঘ) হাতাশা

 

উত্তর: ঘ) হাতাশা

 

প্রশ্ন: কী কাটা হলো সারা?

ক) ধান

খ) গম

গ) আখ

ঘ) ঘাস


উত্তর: ক) ধান

 

প্রশ্ন: রবীন্দ্রনাথের সোনার তরী কী জাতীয় কবিতা?

ক) শোকাগাঁথা

খ) রুপক কবিতা

গ) সনেট

ঘ) অসাধারণ কবিতা

 

উত্তর: খ) রুপক কবিতা

 

প্রশ্ন: 'সোনার তরী' কবিতার প্রথম চরণ কোনটি?

ক) কূলে একা বসে আছি, নাহি ভরসা

খ) একখানি ছোটো খেত, আমি একেলা

গ) গগনে গরজে মেঘ, ঘন বরষা

ঘ) ওগো, তুমি কোথা যাও কোন বিদেশে?


উত্তর: গ) গগনে গরজে মেঘ, ঘন বরষা

 

প্রশ্ন: সোনার তরী কবিতায় সোনার ধান বলতে কি বুঝানো হয়েছে?

ক) স্বর্ণ বর্ণের ধান

খ) দামি ধান

গ) জীবনের সৃষ্টিকর্ম

ঘ) জীবনের আনন্দ

 

উত্তর: গ) জীবনের সৃষ্টিকর্ম

 

প্রশ্ন: সোনার তরী কবিতায় মাঝি অতৃপ্তির বেদনা নিয়ে কিসের জন্য অপেক্ষা করতে থাকে?

ক) কবির জন্য

খ) বৃষ্টির জন্য

গ) ফসলের জন্য

ঘ) মহাকালের শূন্যতায় বিলীন হওয়ার জন্য


উত্তর: ঘ) মহাকালের শূন্যতায় বিলীন হওয়ার জন্য

 

প্রশ্ন: ‘রাশি রাশি ভারা ভারা সোনার ধান যাহা ছিল নিয়ে গেল সোনার তরী -----কার ঠাঁই হলো না?

ক) কৃষকের

খ) কবির

গ) কৃষক ও কবি উভয়ের

ঘ) মাঝির

 

উত্তর: ক) কৃষকের

 

প্রশ্ন: সোনার তরী কাব্য গ্রন্থটি কত সালে প্রথমবার প্রকাশিত হয়?

ক) ১৮৯৪

খ) ১৯০০

গ) ১৮৯০

ঘ) ১৯০৯


উত্তর: ক) ১৮৯৪

 

প্রশ্ন: রবীন্দনাথ ঠাকুরের ‘সোনার তরী কবিতার কথক-

ক) নৌকায় অবস্থান করে

খ) অজ্ঞাত স্থানে অবস্থান করে

গ) নদীর তীরে অবস্থান করে

ঘ) ঘরের বারন্দায় অবস্থান করে

 

উত্তর: গ) নদীর তীরে অবস্থান করে

 

প্রশ্ন: কবি একা কোন ক্ষেতে ছিল?

ক) ছোট খেত

খ) বড় খেত

গ) বলা হয়নি

ঘ) কোনোটিই নয়


উত্তর: ক) ছোট খেত

 

প্রশ্ন: ঠাই নাই, ঠাই নাই- ছোট সে তরী, আমরি সোনার ধানে গিয়াছে ভরি . পরের লাইন

ক) এতকাল নদীকুলে

খ) শ্রাবণগগনে ঘিরে

গ) শূন্য নদীর তীরে

ঘ) শুধু তুমি নিয়ে যাও

 

উত্তর: গ) শূন্য নদীর তীরে

 

প্রশ্ন: দেখে যেন মনে হয় চিনি উহারে- এখানে কার কথা বলা হয়েছে?

ক) মাঝি

খ) ডাক্তার

গ) কাল্পনিক কেউ

ঘ) প্রকৃতি


উত্তর: ক) মাঝি

 

প্রশ্ন: কবির কাছে “সোনার তরী র অর্থ "

ক) সোনর নৌকা

খ) তেজী বোরাক

গ) বিজয়ীঅস্ব

ঘ) বিজয়ীধান

 

উত্তর: গ) বিজয়ীঅস্ব


প্রশ্ন: কৃষক কোথায় পড়ে রয়?

ক) নদীর মাঝে

খ) নদীর তীরে

গ) সোনার তরীতে

ঘ) নিজ বাড়িতে


উত্তর: খ) নদীর তীরে

 

প্রশ্ন: ‘ঠাই নাই, ঠাই নাই - ছোট সে তরী, আমারি সোনার ধানে গিয়েছে ভরি । পঙ্তিটি কি বোঝায়?

ক) সাফল্যের মাঝে নিজেরই স্থান নাই

খ) সাফল্যে ভর্তি

গ) কোথাও ঠাই নাই

ঘ) পৃথিবীর ছোট

 

উত্তর: ক) সাফল্যের মাঝে নিজেরই স্থান নাই

 

প্রশ্ন: কোন পঙক্তিতে মাঝির অপরিচয়ের নির্বিকারত্ব ও নিরাসক্তি ফুটে উঠেছে?

ক) ভরা পালে চলে যায়

খ) কোনো দিকে নাহি চায়

গ) দেখে যেন মনে হয় চিনি উহারে

ঘ) গগণে গরজে মেঘ, ঘন বরষা

 

 উত্তর: খ) কোনো দিকে নাহি চায়

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url