পন্ডশ্রম কবিতা । পন্ডশ্রম কবিতার মূলভাব

পন্ডশ্রম কবিতা । পন্ডশ্রম কবিতার মূলভাব


পন্ডশ্রম কবিতা:

'পন্ডশ্রম' বাংলাদেশের একজন প্রধান কবি শামসুর রহমানের একটি ছড়া জাতীয় কবিতা । 'পন্ডশ্রম' কবিতাটি শামসুর রহমানের 'ধান ভানলে কুঁড়ো দেবো' বই থেকে নেওয়া হয়েছে ।

পন্ডশ্রম কবিতা । পন্ডশ্রম কবিতার মূলভাব


পন্ডশ্রম কবিতার মূলভাব:

"পণ্ডশ্রম" কবিতায় একটি সামাজিক বিষয়কে ব্যঙ্গার্থক ভাবে তুলে ধরা হয়েছে । এই ছড়ার মূল বিষয় - কোন কিছু ঠিকমতো যাচাই না করে সিদ্ধান্ত নিতে নেই । চোখ দিয়ে দেখে, কান দিয়ে শুনে, বুদ্ধি দিয়ে বিবেচনা করে তবেই কাজে নামতে হয় ।  তথ্য যাচাই বাছাই না করে সিদ্ধান্ত নিলে কাজের আশানুরূপ ফলাফল পাওয়া যায় না । অধিকাংশ ক্ষেত্রেই তখন ভুল সিদ্ধান্ত নেওয়া হয়, যার ফলে শারীরিক, মানুষিক ও সম্পদের ভুল ব্যবহার করা হয়  ও পরিশেষে সকল কষ্ট বৃথা যায় । যাহা মোটেই কাম্য নয় ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url