পণ্ডশ্রম অর্থ কি । পন্ডশ্রম কবিতার বৈশিষ্ট্য

“পন্ডশ্রম” কবিতাটিতে কবি শামসুর রহমান বর্তমান সমাজের কিছু অব্যবস্থাপনাকে এই কবিতায় কবি ব্যঙ্গার্থকভাবে তুলে ধরেছেন । আপনারা যারা এ বছর স্কুল-কলেজ কিংবা সরকারি-বেসরকারি চাকুরির পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা “পন্ডশ্রম” কবিতার পণ্ডশ্রম অর্থ কি ও পন্ডশ্রম কবিতার বৈশিষ্ট্য একবার হলেও পড়ে নিতে পারেন । নিচে পন্ডশ্রম কবিতার অর্থ এবং পন্ডশ্রম কবিতার বৈশিষ্ট্য গুলো দেখে নিন-

পণ্ডশ্রম অর্থ কি । পন্ডশ্রম কবিতার বৈশিষ্ট্য

পণ্ডশ্রম অর্থ কি:

আক্ষরিক অর্থে পন্ড শব্দের অর্থ ব্যর্থশ্রম শব্দের অর্থ কাজপণ্ডশ্রম শব্দের অর্থ ব্যর্থকাজ । 


পন্ডশ্রম কবিতার বৈশিষ্ট্য:

পন্ডশ্রম একটি ছড়া জাতীয় কবিতা । নিচের পন্ডশ্রম কবিতার বৈশিষ্ট্য গুলো দেখা যায়:-


১। পন্ডশ্রম কবিতায় একটি সামাজিক বিষয়কে ব্যঙ্গার্থকভাবে তুলে ধরা হয়েছে । এই ছড়ার মূল বিষয়- কোন কিছু ঠিকমতো যাচাই বাছাই না করে সিদ্ধান্ত নিতে নেই । চোখ দিয়ে দেখে, কান দিয়ে শুনে ও বুদ্ধি দিয়ে বিবেচনা করে তবেই কাজে নামতে হয় ।


২। এই কবিতায় প্রতি স্তবকের দ্বিতীয় ও চতুর্থ চরণের শেষে মিল রয়েছে । যেমন: চিলে-মিলে, উড়ে-খুঁড়ে ইত্যাদি ।


৩। কবিতাটি তালে তালে পড়া যায় । যেমন:

/এই নিয়েছে/ঐ নিল যা

/কান নিয়েছে/চিলে ।

/চিলের পিছে/ঘুরছি মরে

/আমরা সবাই/মিলে ।


৪। এই কবিতার তাল অল্প ব্যবধানের এবং এর লয় বা গতি দ্রুত । 


৫। কবিতাটিতে শব্দরূপের কিছু পরিবর্তন ঘটেছে । যেমন: নেই-নেইকো, সেখানে-সেখানটাতেই, নয়-নয়কো ইত্যাদি । 



পরিশেষে, “পন্ডশ্রম” কবিতার পণ্ডশ্রম অর্থ কি বা পন্ডশ্রম কবিতার বৈশিষ্ট্য এ বিষয়ে আপনার যদি কিছু জানার বা বলার থাকে তবে আপনি এই পোস্টের নিচে মন্তব্য করে আমাদের বলতে পারেন । এছাড়াও এই পোস্ট-টি তথ্যবহুল মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন । ধন্যবাদ!

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url