সাম্যবাদী কবিতা । সাম্যবাদী কবিতার মূলভাব


সাম্যবাদী কবিতা । সাম্যবাদী কবিতার মূলভাব


সাম্যবাদী কবিতা:

'সাম্যবাদী' বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতা । 'সাম্যবাদী' কবিতাটি কাজী নজরুল ইসলামের 'সাম্যবাদী' কবিতার বই থেকে নেওয়া হয়েছে ।

সাম্যবাদী কবিতা । সাম্যবাদী কবিতার মূলভাব


সাম্যবাদী কবিতার মূলভাব:

"সাম্যবাদী" কবিতার মূল বিষয় হলো মানবতাসাম্যবাদ । এখানে কবি ধর্ম, জাতি, সম্প্রদায় নির্বিশেষে সবাইকে এক চোখে দেখার কথা বলেছেন । এ কবিতায় কবি সমাজে বিদ্যমান সকল বাধা বিপত্তি কে উপেক্ষা করে মানব ধর্মকে প্রাধান্য দিয়েছে । কারণ কবি মনে করেন, যে সমাজে বিদ্যমান এ সকল ভেদাভেদ মানুষের মনে শুধু দূরত্বই সৃষ্টি করতে পারে সমতা নয় ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url