চুপ করে আছি - কবিতা । শাহ জামাল উদ্দিন

চুপ করে আছি

শাহ জামাল উদ্দিন

------------------


প্রতারকদের অসহ্য গর্বের সামনে
আরো কিছুদিন চুপ করে থাকবো এখানে ।

আমার পালিত সেই কুত্তাগুলো
ভয়ানক স্ত্রী লিঙ্গের সাথে
সময় কাটায় বুক খুলে দিনেরাতে
কাছে গেলে ওরা
পতিতাদের মত উলঙ্গ করে ফেলে ।

জীবনের খররৌদ্রে মধ্য দুপুরে আমার কত কত
ভালোবাসা নষ্ট করেছি ওদের জন্যে
আমার সাজানো মঞ্চ তছনছ করে ফেলেছে
এখন ওরা পতিতাদের রঙ্গমঞ্চে
নর্তকীদের অজস্র নুপুরের শব্দে
বিভোর হয়ে আছে ।

তাদের কাছে পতিতারাই প্রসিদ্ধ হয়ে গেছে
প্রতিদিন আমার
অশ্রুবিন্দু পেরেকের মত গেঁথে যায় বুকে ।

প্রতারকদের অসহ্য গর্বের সামনে
আরো কিছুদিন চুপ করে থাকবো এখানে ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url