দিন চলে যায় - কবিতা । শাহ জামাল উদ্দিন

 দিন চলে যায়

শাহ জামাল উদ্দিন

--------------


এমনি ভীড়ের মধ্যে

জীবন আমাকে খামচে ধরে বারে বারে

উৎকন্ঠার তীর এসে বিঁধে বুকে

এই ধোয়াটে শহরে

"-রস্তা পার হতে হতে ধাক্কা লাগে ব্রেকের শব্দে ।।"


মোড়ে মোড়ে গলির ভেতরে কারা যেন

রহস্যের বিড়ি টানে

মামুলী শান্তির অন্বেষণে উপরে উঠেছি

সিঁড়ি বেয়ে

আবার নেমেছি গ্লানির বোঝা নিয়ে ।


জীবন আমাকে

কোথায় নিয়ে চলেছে কে জান

তবু দেখি মাঝে মাঝে

ছেঁড়া পালে বাতাস লাগে ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url