Bangla Kobita for Bengali Poems

বাংলা কবিতা - কবি ও কবিতার সবচেয়ে জনপ্রিয় ও সর্ববৃহৎ অনলাইন পোর্টাল (Bangla Kobita - Most popular and largest online portal of Bengali poem)

Bangla Kobita for Bengali Poems

Bangla Kobita - Most popular and largest online portal of Bengali poem


দেখো!
ঝুম বৃষ্টিতে ভিজে গেছে তোমার শহর।
অথচ তুমি ভিজলে না এক ছিটে ফোটাও।
চারিদিকে জলের ঝরে পড়া টুপটাপ শব্দ!
অথচ তুমি কি কঠোর নির্বাক!
বরাবরের মতো তুমি সেই আগের তুমিই রয়ে গেলে!বরষার জল বা কথার কোলাহল কোনটাই তোমাকে আদৌ কখনো স্পর্শ করতে পারে নি।
তোমাকে স্পর্শ করতে পারেনি
কোন বয়ে চলা চঞ্চলা নদীও।
তুমি গ্রীষ্মের প্রখর রোদে পোড়া শুকনো মাটির মতোই নিরস আর খটখটে হয়েই রয়ে গেলে আজীবন।
পুড়ে খাক হয়ে গেলে তবুও জলের জন্য কোন হাহাকার নেই।
তৃষ্ণা নেই!প্রেম নেই!পাওয়ার আকুতি নেই!
কামনা,বাসনা কিচ্ছু নেই।
প্রাণহীন পাথর চোখে কেবল তাকিয়ে থাকা আছে!
অথচ কি বোকা আমি!
দীর্ঘ এতোটা দিন তোমার ভিজে যাওয়া দেখবো বলে,
তোমার ভেতরের তুমিটার কোমলাঙ্গ দেখবো বলে দিবারাত্রি দু'চোখে বৃষ্টি ঝরিয়ে যাই।
আবেগে ভিজিয়ে যাই ও চরণ,পাথুরে মন।
নদীর মতো দু'কূল ছাপিয়ে ভরা জোয়ার নিয়ে বয়ে চলি বিরামহীন।
তুমি সবাক হবে এই আশায় করে যাই কতো কোলাহল।
শুনিয়ে যাই কতো কথার পংক্তিমালা।
আমার প্রেম,আমার কামনায়
পাথর গলে সেই কবেই মাটি হয়ে গেছে!
ফুলে,ফলে ভরে গেছে সে মাটির বুকের কিনার।
অথচ তোমার তুমিটা কি ভীষন অনড়!
তোমার তুমিটা কি ভীষণ শক্ত!
তোমার তুমিটা কি ভীষণ নির্বাক!
তবুও এই প্রত্যাশারা হাল ছাড়ে না,
আশাগুলো হতাশ হয় না,
অপেক্ষারা ক্লান্ত হয় না,
আর আমি আগের আমিই থেকে যাই।
পাথুরে মূর্তি!



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url