নতুন দেশ – Notun Desh । Bangla kobita - রবীন্দ্রনাথ ঠাকুর

 

নতুন দেশ – Notun Desh । Bangla kobita - রবীন্দ্রনাথ ঠাকুর
নতুন দেশ – Notun Desh । Bangla kobita - রবীন্দ্রনাথ ঠাকুর

নতুন দেশ – Notun Desh by Rabindranath Tagore । Bangla kobita

নতুন দেশ – Notun Desh by Rabindranath Tagore । Bangla kobita - রবীন্দ্রনাথ ঠাকুর নতুন দেশ কবিতার মূলভাব নতুন দেশ কবিতার সৃজনশীল প্রশ্ন উত্তর স্বাধীনতা দিবসের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের দেশ কবিতার মূলভাব বঙ্গভূমি কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর দেশ প্রেমের কবিতা নতুন দেশ কবিতাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে নতুন দেশ কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর



নতুন দেশ

– রবীন্দ্রনাথ ঠাকুর



নদীর ঘাটের কাছে
নৌকো বাঁধা আছে
        নাইতে যখন যাই, দেখি সে
            জলের ঢেউয়ে নাচে।

আজ গিয়ে সেইখানে
দেখি দূরের পানে
        মাঝ নদীতে নৌকা, কোথায়
            চলে ভাঁটার টানে।

জানিনা কোন দেশে
পৌঁছে যাবে শেষে,
        সেখানেতে কেমন মানুষ
            থাকে কেমন বেশে।

থাকি ঘরের কোণে,
সাধ জাগে মোর মনে,
       অমনি করে যাই ভেসে, ভাই,
            নতুন নগর বনে।

দূর সাগরের পাড়ে,
জলের ধারে ধারে,
       নারিকেলের বনগুলি সব
            দাঁড়িয়ে সারে সারে।

পাহাড়-চূড়া সাজে
নীল আকাশের মাঝে,
       বরফ ভেঙ্গে ডিঙ্গিয়ে যাওয়া
            কেউ তা পারে না-যে।
           
কোন সে বনের তলে
নতুন ফুলে ফলে
       নতুন নতুন পশু কত
            বেড়ায় দলে দলে।

কত রাতের শেষে
নৌকো যে যায় ভেসে।
      বাবা কেন আপিসে যায়,
      যায় না নতুন দেশে?






Tags: নতুন দেশ – Notun Desh by Rabindranath Tagore । Bangla kobita - রবীন্দ্রনাথ ঠাকুর নতুন দেশ কবিতার মূলভাব নতুন দেশ কবিতার সৃজনশীল প্রশ্ন উত্তর স্বাধীনতা দিবসের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের দেশ কবিতার মূলভাব বঙ্গভূমি কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর দেশ প্রেমের কবিতা নতুন দেশ কবিতাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে নতুন দেশ কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url